সম্ভাবনার সোনালি দিন
আনতে হলে আয়কর দিন
উন্নয়নের অক্সিজেন
রাজস্ব

  • etaxnbr.gov.bd
  • APA Agreement 2024-2025
    APA Agreement 2024-2025
  • ১০০০ কোটির মাইলফলক অতিক্রম ও বাজেট লক্ষ্যমাত্রা অর্জন উদযাপন (২০২২-২০২৩ অর্থ বৎসর)
  • APA Agreement 2023-2024
  • কর অঞ্চল-সিলেট এর কর কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন জনাব সৈয়দ জাকির হোসেন
  • কর অঞ্চল-সিলেট এর বৈশাখ উৎসব ও রাজস্ব হালখাতা অনুষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীগণ
    কর অঞ্চল-সিলেট এর বৈশাখ উৎসব ও রাজস্ব হালখাতা অনুষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীগণ
    কর অঞ্চল-সিলেট এর বৈশাখ উৎসব ও রাজস্ব হালখাতা অনুষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীগণ
  • আলোকিত মানুষের সাথে অভিজ্ঞতা বিনিময় সেশন
    আলোকিত মানুষের সাথে অভিজ্ঞতা বিনিময় সেশন

১৯২২ সালে ভারতীয় উপমহাদেশে কর বিভাগ সৃষ্টির সূচনালগ্নে তৎকালীন আসাম প্রদেশের একটি জেলা হিসেবে সিলেটে একটি কর সার্কেল প্রতিষ্ঠার মাধ্যমে সিলেট কর বিভাগের পথ চলা শুরু। পরবর্তীতে ০১/০৭/১৯৯২ইং তারিখে মোট ৬টি কর সার্কেল নিয়ে কর অঞ্চল-২, চট্টগ্রাম এর আওতাধীনে পরিদর্শী রেঞ্জ-৪, সিলেট গঠিত হয়। সূদীর্ঘ পথপরিক্রমায় বিগত ০১-১১-২০০১ইং তারিখে সিলেট বিভাগের ভৌগোলিক সীমা নিয়ে ২টা পরিদর্শী রেঞ্জ ও ৯টি সার্কেল নিয়ে কর অঞ্চল-সিলেট গঠিত হয়। সিলেট বিভাগের রাজস্ব প্রশাসনের অগ্রগতি এবং সম্ভাবনার কথা ভেবে ২০১২ এর ১ জানুয়ারী থেকে ১টি পরিদর্শী রেঞ্জ অফিস এবং ৯টি সার্কেল এর কার্যক্রম থেকে সম্প্রসারণ করে ৪টি পরিদর্শী রেঞ্জ ও ২২টি সার্কেল এ রুপান্তরিত করেন। বর্তমানে সিলেট শহরে ৩টি পরিদর্শী রেঞ্জ অফিস এবং ১৩টি সার্কেল অফিস রয়েছে। মৌলভীবাজার জেলা সদরে ১টি পরিদর্শী রেঞ্জ ও ৩টি সার্কেল অফিস। হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা সদরে ৩টি করে সার্কেল অফিস রয়েছে।
কর অঞ্চল-সিলেট সৃষ্টির পর থেকে সম্মানিত করদাতাগণকে যাবতীয় কর সংক্রান্ত সেবা প্রদান করে আসছে এবং প্রতি বছরেই রাজস্ব আহরণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।