১৯২২ সালে ভারতীয় উপমহাদেশে কর বিভাগ সৃষ্টির সূচনালগ্নে তৎকালীন আসাম প্রদেশের একটি জেলা হিসেবে সিলেটে একটি কর সার্কেল প্রতিষ্ঠার মাধ্যমে সিলেট কর বিভাগের পথ চলা শুরু। পরবর্তীতে ০১/০৭/১৯৯২ইং তারিখে মোট ৬টি কর সার্কেল নিয়ে কর অঞ্চল-২, চট্টগ্রাম এর আওতাধীনে পরিদর্শী রেঞ্জ-৪, সিলেট গঠিত হয়। সূদীর্ঘ পথপরিক্রমায় বিগত ০১-১১-২০০১ইং তারিখে সিলেট বিভাগের ভৌগোলিক সীমা নিয়ে ২টা পরিদর্শী রেঞ্জ ও ৯টি সার্কেল নিয়ে কর অঞ্চল-সিলেট গঠিত হয়। সিলেট বিভাগের রাজস্ব প্রশাসনের অগ্রগতি এবং সম্ভাবনার কথা ভেবে ২০১২ এর ১ জানুয়ারী থেকে ১টি পরিদর্শী রেঞ্জ অফিস এবং ৯টি সার্কেল এর কার্যক্রম থেকে সম্প্রসারণ করে ৪টি পরিদর্শী রেঞ্জ ও ২২টি সার্কেল এ রুপান্তরিত করেন। বর্তমানে সিলেট শহরে ৩টি পরিদর্শী রেঞ্জ অফিস এবং ১৩টি সার্কেল অফিস রয়েছে। মৌলভীবাজার জেলা সদরে ১টি পরিদর্শী রেঞ্জ ও ৩টি সার্কেল অফিস। হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা সদরে ৩টি করে সার্কেল অফিস রয়েছে।
কর অঞ্চল-সিলেট সৃষ্টির পর থেকে সম্মানিত করদাতাগণকে যাবতীয় কর সংক্রান্ত সেবা প্রদান করে আসছে এবং প্রতি বছরেই রাজস্ব আহরণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।